কালীগঞ্জে মরহুম জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চুয়াডাঙ্গাকে হারিয়ে সেমিতে কালীগঞ্জ

0
246

মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে মরহুম জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩ টায় চাপালী স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম সরোয়ার পুটু, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, চাপালী যুব সংঘের সভাপতি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান প্রমুখ। এই টুর্নামেন্টে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে।
জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় ফিউচার ফুটবল একাডেমী, চুয়াডাঙ্গাকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে কালীগঞ্জ ফুটবল একাদশ।
বিকাল ৪ টায় সকল আনুষ্ঠানিকতা শেষ করে মাঠে গড়াই বল। খেলার প্রথম আর্ধে আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য হয়ে ওঠে। খেলার ৪ মিনিটের মাথায় ফিউচার ফুটবল একাডেমীর ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসিবের জোরালো শট কালীগঞ্জ ফুটবল একাদশের জালে জড়ায়। এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে কালীগঞ্জ। এরমধ্যে ফিউচার ফুটবল একাডেমীর দুটি শট গোলবারে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পাইনি দলটি। এরইমধ্যে খেলার বিরতির ১ মিনিট আগে ৩৪ মিনিটের মাথায় কালীগঞ্জ ফুটবল একাদশের বিদেশী খেলোয়াড় এমেকা গোল করে দলকে সমতায় আনে।
বিরতি শেষে খেলা শুরুর পর থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু কোন দলই আর গোলের দেখা পাইনা। খেলার ৫৩ মিনিটের মাথায় কালীগঞ্জ ফুটবল একাদশের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল উঁচুতে উঠা বল ভলি করে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে কালীগঞ্জকে এগিয়ে নেয়। এরই সুবাদে ২-১ গোলের জয় নিয়ে সেমিতে উত্তীর্ণ হয় কালীগঞ্জ ফুটবল একাদশ।
খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন কালীগঞ্জের শাকিল। খেলা পরিচালায় সহযোগিতা করেন, মারুফ হোসেন ও জামান হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here