দেবহাটা খলিশাখালী ভূমিহীন আবাসন নামক কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে প্রধান মুন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয় কামনা করে দোয়া অনুষ্ঠিত

0
337

বহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দখল কৃত খলিশাখালীর নাম এখন মুজিব নগর আবাসন কেন্দ্র। সেখানে অবস্থান রত ভূমিহীন জনতা বসবাস করছে। তারা সেখানে একটাই শর্ত অনুযায়ী দখল করে নিয়েছে। সেটি হচ্ছে, তাদের কে স্থায়ী কোন সম্পত্তি নেই এমনই দাবী করে সেখানে তারা ভূমিহীন হিসাবে বসবাস করছে। সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘয় কামনা করে মুজিব নগর খলিশাখালী আবাসন কেন্দ্র নামক
ভূমিহীন জনপদের ভূমিহীনেরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘয় কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।গতকাল জোহর বাদ জনপদের মাঠ প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত সকল ভূমিহীনের দাবী খলিশাখালী দখল করা হয়েছে, দখল ছাড়বোনা,এই জমি অবিলম্বে বন্দবস্ত করে দিতে হবে। যে ব্যাক্তিরা আমাদের নামে মিথ্যা অজুহাতে বিভিন্ন ভাবে হয়রানি মূলক মামলা দায়ের করেছে এই মামলা প্রত্যাহার করতে সরকার কতৃপক্ষের কাছে দাবী।এছাড়া তাদের সুখ-দুঃখের কথা বলেন বলে জানা গেছে। মাঠে দোয়া অনুষ্ঠানে ভূমিহীন নারী ও পুরুষের উপচে পড়া ভিড় ছিল। যে মাঠে দোয়া অনুষ্ঠান হয়েছে এই মাঠটিতে হাফিজিয়া মাদ্রাসা ও কবর স্থান করার লক্ষে স্থানীয়রা দবী করেন কমিটির কাছে সেটি তারা পুরুন করবেন আল্লাহ তাআলা রহম করলে ইনশাআল্লাহ। । সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের মোয়াজ্জেম ও পেশ ইমাম। দোয়া সম্পুর্ন করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মোহারম। দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here