প্রতারণা করে বিয়ের অভিযোগে রুবেল নামে এক যুবককে আসামি করে আদালতে মামলা

0
339

স্টাফ রিপোর্টার : প্রতারণা করে বিয়ের অভিযোগে রুবেল নামে এক যুবককে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। রোববার অভনগরের হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি রুবেল নীলফামারী ডেমরা থানার মৌজাপাংগা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রুবেলের সাথে তাসলিমা খাতুনের পরিচয় ও প্রেম হয়। এরপর তাসলিমাকে বিয়ের প্রস্তাব দিলে এক পর্যায়ে রাজি হয়ে যায়। গত ১ সেপ্টেম্বর রুবেল যশোরের নওয়াপাড়া এসে তাসলিমাকে ঢাকায় এক বন্ধুর বাসায় নিয়ে যায়। পরদিন সেখানে একটি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। এরমধ্যে তাসলিমার বাড়ির লোকজন খোঁজখবর নিয়ে তার সন্ধান পেয়ে নবীনগর র‌্যাব অফিসে যায়। বিষয়টি রুবেল বুঝতে পারে পালিয়ে যায়। এরপর রুবেল আর ফেরেনি। পরে জানতে পারে তাদের বিয়ে হয়নি। ১১ সেপ্টেম্বর র‌্যাব তাসলিমাকে উদ্ধার করে আশুলিয়া থানায় সোপর্দ করে। প্রতারণার শিকার হয়ে তাসলিমা আদালতে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here