সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাড়ানোর আহবান

0
307

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল : দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সাম্প্রদায়িক সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ অক্টোবর) নড়াইল আদালত সড়কে অসাম্প্রদায়িক নড়াইলবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, নড়াইল জেলাশাখাসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন হিরক, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নড়াইলের সভাপতি মলয় নন্দী নড়াইল জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হকসহ অনেকে অনেকে।
আওয়ামী লীগও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মিসহ, শিক্ষক, আইনজীবি, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সাম্প্রদায়িক সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মাধ্যমে বিচারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here