উপজেলায় বিদ্রোহী হয়ে বহিস্কৃত, এবার ইউপিতে নৌকার কান্ডারী, বিক্ষুব্ধ অন্যপ্রার্থী

0
333

নড়াইল প্রতিনিধি : ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি এস এম হারুনার রশীদ। হারুনার রশীদ ২০১৯ সালে কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে তাকে সাময়িক বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে চলতি নির্বাচনে মনোনয়ন বানিজ্যের ও অভিযোগ রয়েছে। এ নিয়ে ইউনিয়ন সহ জেলায় চলছে তোলপাড়। মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাত শেখ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.জাকাতুর রহমান ও আশরাফুল আলম মিহির মনোনয়ন পুনঃবিবেচনার জন্য আবেদন করেছেন। এদিকে ইউপি নির্বাচনে কালিয়া উপজেলা আ.লীগের সভাপতি হারুনার রশিদ এর বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের অভিযোগে গত ১৬ অক্টোবর সাংবাদিক সম্মেলন করেন নড়াইল-১ আসনের এমপি করিরুল হক মুক্তি। মনোনয়ন প্রত্যাশী কালিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাত শেখ বলেন,বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পাবে না এটা বিশ^াস করেই দলীয় মনোনয়ন চেয়েছি,কিন্তু জেলার সাধারন সম্পাদক তথ্য গোপন করে হারুন ভাইকে মনোনয়ন পাইয়ে দিয়েছেন,এটা দুঃখ জনক। আরেক প্রার্থী মো.জাকাতুর রহমান বলেন,দলের জন্য সারাবছর কাজ করেও মনোনয়ন পেলাম না, প্রতীক ছাড়া ২০১১ সালের নির্বাচনে হারুন অর রশীদের কাছে আমি ১১ ভোটে পরাজিত হয়েও পরবর্তী নির্বাচনে দলের বিরুদ্ধে যাইনি। নৌকা প্রতীক পাওয়া প্রার্থী ও উপজেলা আ.লীগের সভাপতি হারুনার রশীদ বলেন,আমাকে সাময়িক বহিঃস্কার করা হলেও পরে নেত্রীর কাছে ক্ষমা চেয়ে আবার দলে জায়গা হয়েছে। নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এমপি মুক্তির মনগড়া বিষয়। আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মো.এমদাদুল হক মোল্যা বলেন,উপজেলা নির্বাচনে হারুনার রশীদ কে আ.লীগের বিদ্রোহী হওয়ায় তাকে দল থেকেও বহিঃকার করা হয়েছিলো,বিদ্রোহী প্রার্থী কিভাবে মনোনয়ন পেলো তা তো বুঝলাম না। জেলা আ.লীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু বলেন, কোন তথ্য গোপন করা হয়নি, উপজেলায় হারুন স্বতন্ত্র দাড়িয়েছিলো কিন্তু পরে দলের কারনেই নির্বাচন থেকে সরে দাড়ায়। আ’লীগ করায় তার পরিবারে অনেক নির্যাতন হয়েছে। সে দলের একজন ত্যাগী নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here