কেশবপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মাখন দাসের গণসংযোগ

0
291

কেশবপুর ব্যুরো : কেশবপুর ৬ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড( মাগুরাডাঙ্গা Ñ খতিয়াখালী )ওয়ার্ডে মেম্বর পদ প্রার্থী আওয়ামী লীগ নেতা মাখন দাস সোমবার মাগুরাডাঙ্গা ও খতিয়খালী গ্রামে গনসংযোগ করেন। মাখন দাস কেশবপুর ৬ নং সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে। গণসংযোগকালে মাখন দাস ভোটারদেল সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন আমি মেম্বর নির্বাচিত মসজিদ, কবরস্থান, মন্দির,শশ্নান, রাস্তাঘাট কালভার্ট, ড্রেন সহ সবকিছুর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেবো। এলাকার বয়স্ক ভাতা, প্রতিবন্দী ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কাড সহ সরকারী সকল কিছু সুযোগ সুবিধা এলাকার জনগন যাতে পায় তার সঠিক ব্যবস্থা করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here