জহুরপুরে বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতাদের কবর জিয়ারত করলেন মিন্টু

0
226

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাদের কবর জিয়ারত করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মিন্টু দলীয় নেতৃবৃন্দকে সাথে কবর জিয়ারত করেন। এদিন ওই প্রার্থীর পারিবারিক কবরস্থান, জাতীয় সংসদের সাবেক গণযোগাযোগ পরিচালক মোহাম্মদ উল্লাহ চৌধুরী, সাবেক ইউপি সদস্য হাজী গোলাম মাওলা পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহম্মদ উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ মাস্টার, আওয়ামী লীগ নেতা ইমদাদ বিশ^াস, খোকন হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি আহম্মদ মন্ডলের করব জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী মন্ডল, সিরাজ মোল্যা, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোমিনুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদ রানা, শ্রমিকলীগের মতিয়ার রহমান, ছাত্রলীগের আব্দুল আজিজ, মুন্না প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here