ঝিকরগাছায় নারী উদ্যোক্তার বিরুদ্ধে সড়যন্ত্র : ইউএনওর নিকট অভিযোগ

0
249

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছায় নারী উদ্যোক্তা মোছাঃ কল্পনা খাতুন (২৮) এর বিরুদ্ধে বিভিন্ন সড়যন্ত্র হওয়ায় তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট অভিযোগ দিয়েছেন। তিনি ঝিকরগাছা (কাটাখাল পালবাড়ি সংলগ্ন ‘স’ মিলের পাশে) গ্রামের মাহাবুবুর রহমানের স্ত্রী। সে তার অভিযোগে ৫জন হলেন, একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজ হোসেন (২৯), আল-আমিন (৩১), মৃত জোহর সরদারের ছেলে ইউনুস আলী (৫৫), লুকমান আলীর ছেলে হাসান আলী (২৯) সহ লুকমান আলী (৬০)। অভিযোগ সূত্রে জানা গেছে, মোছাঃ কল্পনা খাতুন প্রাণিসম্পদ বিষয়ে ২০১৮সালে যশোরের আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে লেয়ার পালনের উপর ট্রেনিং গ্রহণ করে বর্তমানে একজন সফল উদ্যোক্তা। “মেসার্স কল্পনা লেয়ার ফার্ম” নামে তার বাড়িতে একটি মুরগীর ফার্ম রয়েছে। বর্তমানে একটি কুচক্র মহল তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারী পাচ জনের মধ্যে তিনজনের মুরগীর ফার্ম রয়েছে। তাই কল্পনার প্রতি হিংসা করে তারা পরিবারের উপর অহেতুক ঝামেলা সৃষ্টি করে হয়রানি করছে। তার কার্যক্রম পরিচালনা করতে বাঁধা প্রদান করছে এবং তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি প্রদান করছে। ঘটনার বিষয়ে মিরাজ হোসেন বলেন, তারা মুরগী পোষে আমাদের গন্ধ লাগে আমি নিষেধ করেছি এবং এই বিষয় নিয়ে বসাবসি হয়। কিন্তু তারা মুরগী বিক্রয় করতে চেয়েছে। তবে তার মুরগী বিক্রয় করেনি। তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, আমার নিকট একটি অভিযোগ এসেছে। আমি উক্ত বিষয়ের উপর দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here