ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

0
407

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যটি সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ^ হাত ধোয়া দিবস-২০২১ (২৫ই অক্টোবর) পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলার সকল ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় দিবসটি উদযাপন করে। প্রতি ইউনিয়নের কিছু সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে হাত ধোয়া প্রদর্শন, কুইজ প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, নাটক ইত্যাদির আয়োজন করে। পরবর্তীতে স্যানিটেশন ও হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় শিকবৃন্দ, এলাকার গুনীজন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর রাইট-টু-গ্রো প্রকল্পের সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারী এবং কমিউনিটি প্রমোটরদ্বয়, ছাত্র-ছাত্রীবৃন্দসহ অনেকে স্যানিটেশন ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্ম্পকে মূল্যবান আলোচনা করেন। আলোচনা শেষে বিশ^ হাত ধোয়া দিবস-২০২১ উপল্েয আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে উপস্থিত শিক মন্ডলী ও অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here