নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
266

স্টাফ রিপোর্টার : চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুুপুর ১২টায প্রেসকাব যশোরের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়ায় পথচারীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতি কমিয়ে ক্রয় মতার মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য মানববন্ধন থেকে আহবান জানানো হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড উইনিয়ন সংগের সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকারসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here