মহেশপুরে ৫শ’ মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর শোডাউন

0
244

মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন। সোমবার দুপুরে পান্তাপাড়া বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিন করে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, মহেশপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়ে যায়। তারা বিভিন্নভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। রঙিন পোস্টার এবং ফেস্টুন লাগিয়ে একাধিক চেয়ারম্যান প্রার্থী শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন। তাদরে মধ্যে ইসমাইল হোসেনও আছেন। ইউনিয়ন বাসীকে প্রার্থিতার জানান দিতেই তিনি বিশাল এ শোডাইনের আয়োজন করেন।
পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন বলেন, আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। যে কারণে ইতিপূর্বে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। গত বছর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হই। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইউনিয়নবাসীর দোয়া সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here