শালিখায় মহিলা কলেজের শিার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ

0
259

শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া মহিলা কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উল্লেখ আছে শনিবার সকাল ৯ টায় আড়পাড়া মহিলা কলেজের শিার্থীরা ইউসিসি কোচিং সেন্টার মাগুরা শাখার আয়োজনে আরপাড়া ডিগ্রী কলেজ কে অরিয়েন্টেশন কাসে অংশ নিতে গেলে আড়পাড়া ডিগ্রী কলেজের অধ্য খলিলুর রহমান মহিলা কলেজের শিার্থীদের এবং তাদের মা-বাবাদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ব্যাপারে মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই শতাধিক শিার্থী রোববার এ বিষয়ে বিচার দাবিতে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি তারা আসন্ন এইচএসসি পরীায় অংশ নিতে আড়পাড়া-ডিগ্রি কলেজে যাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করছে। এব্যাপারে আড়পাড়া ডিগ্রী কলেজের অধ্য খলিলুর রহমান বলেন, আমার কলেজে ইউসিসি কোচিং এর কতিপয় শিক বিনা অনুমতিতে স্বাস্থ্য বিধি না মেনে একটি শ্রেণিকে একাধিক শিার্থী জড়ো করায় আমি তাদের প্রোগ্রামটি বন্ধ করে দেয়। ইউসিসি কোচিং এর প্রধান শাখা ঢাকা এর হেড অব মার্কেটিং মিরাজ হোসেন বলেন, আমি এবং আমাদের মাগুরা শাখার ব্যবস্থাপক মামুন ও কয়েকজন স্টাফরা আড়পাড়া ডিগ্রী কলেজ ও আড়পাড়া মহিলা কলেজের অধ্যরে সাথে কথা বলে আড়পাড়া ডিগ্রি কলেজের একটি কে বিশ্ববিদ্যালয়ে পড়ার উপকারিতা বিষয়ক একটি উদ্বুদ্ধকরণ সেমিনারের আয়োজন করি পরে আড়পাড়া ডিগ্রি কলেজের অধ্য খলিলুর রহমানের নির্দেশে অনুষ্ঠানটি মাঝপথে সমাপ্তি ঘোষণা করি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান বলেন এ ব্যাপারে একটা অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here