কয়রায় ট্রিপল মার্ডার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

0
321

কয়রা খুলনা প্রতিনিধি ঃ খুলনার কয়রায় বাবা মা ও মেয়েকে নিশংস ভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলার ঘুগরাকাটী ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ঘুগরাকাটী মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘুগরাকাটি ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেধাবী শিার্থী হাবিবা সুলতানা টুনি তার পিতা হাবিবুররহমান -মা বিউটি খাতুনকে গত ২৬ অক্টোবর গভীর রাতে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন করা হয়। মানববন্ধনে শিার্থীরা তাদের সহপাঠী হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মাকে হত্যাকান্ডের সাথে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্য মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাদ্রসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা ওসমান গনি, অধ্যাপক মাওলানা সুজাউদ্দিন মাওলানা আশরাফ আলী, মাওলানা রফিকুল ইসলাম, ও ইংরেজি প্রভাযক শরিফ উদ্দীন। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন তার সহপাঠীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মায়ের হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তি দাবি করেন। এ সময় হাবিবা সুলতানা টুনি হত্যার শোকে তার সহপাটিরা কান্নায় ভেঙ্গে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here