স্টাফ রিপোর্টার : ডিবি পুলিশের অভিযানে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রাম থেকে ৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। আটক রাজু মোল্যা মাহিদিয়া উত্তর পাড়ার কেরামত মোল্যার ছেলে।
বুধবার ডিবির এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্যা সোহান, এএসআই এমদাদুল হক, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বিকেল পোনে পাঁচটার দিকে নিজ বাড়ির সামনে থেকে রাজুকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোর্পদ হস্তান্তর করা হয়।















