টুঙ্গিপায়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদ চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

0
347

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, সাবেক অর্থ সম্পাদক ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শিা বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মাজারুল ইসলাম মাজার, শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, রনি হাওলাদার, সহ-সভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here