চৌগাছায় উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
392

চৌগাছা(যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকাল ০৪.০০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা শাখা সংসদের আয়োজনে সংগঠনটির যুগ্ম-আহবায়ক শওকত মন্ডলের সভাপতিত্বে ও কার্যনির্বাহি সদস্য মামুন শামিম আকতার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক ও উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা শাখা সংসদের যুগ্ম-আহবায়ক প্রভাষক অমেদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কার্যনির্বাহি সদস্য শাহিন মাহবুব, ডাঃ মিজানুর রহমান, আবদার রহমান, মো. আক্তারুজ্জামান, নাজমা আক্তার শিমু, ইস্মতারা, আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু-কিশোরসহ সকলের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রতিবাদীমুলক গান ও কবিতা আবৃতি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here