যশোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0
278

আবিদ হাসান : জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচী ৩০ অক্টোবর হতে ৫ নভেম্বর সারা দেশব্যাপী কর্মসূচী র অংশ হিসেবে গতকাল যশোর কালেক্টরেট স্কুলে জেলা সিভিল সার্জনের আয়োজনে কোমলমতী শিার্থীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণ ঔষধ খাওয়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ, কে,এম গোলাম আযম, জেলা শিা অফিসার, শেখ অহিদুল আলম জেলা প্রাথমিক শিা অফিসার, মোঃ মোদাচ্ছের হোসেন অধ্য যশোর কালেক্টরেট স্কুল,উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃশেখ আবু-শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তমিজুল ইসলাম খান বলেন, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচীর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের ল্েয প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরণের শিা প্রতিষ্ঠানে মাধ্যমে দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী সব স্কুলগামী,স্কুল বহির্ভূত,স্কুল থেকে ঝড়ে পড়া,পথ শিশু,কর্মজীবী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে। একই সঙ্গে কৃমির পুনঃসংক্রমণ রোধ করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃশেখ আবু শাহিন বলেন,সারাদেশে ১ লাখ ২০ হাজার প্রাথমিক পর্যায়ের শিা প্রতিষ্ঠান সরকারী,বেসরকারি,ফরমাল,নন ফরমাল স্কুল,মাদরাসা,মক্তবসহ প্রায় ৩৩ হাজার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়,মাদরাসা এ কর্মসূচির আওতাভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here