চৌগাছায় নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষনা

0
228

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার ৬ নং জগদীশপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান তার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষনা করেছেন। রবিবার বেলা ১১ টায় চৌগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনী এই স্থগিতের ঘোষনা দেন।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ৬ নং জগদীশপুর ইউনিয়ন থেকে বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ দেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রা করতে সমর্থ হই। একই সাথে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগনের সেবায় নিয়োজিত আছি। তিনি বলেন আসন্ন ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও দলীয় মনোনয়ন দেন। মনোনয়নের পর আমি জনগনকে সাথে নিয়ে মাঠে ছিলাম। নির্বাচনী সকল কার্যক্রমের সাথে যুক্ত থেকে প্রচারণার সাথে যুক্ত আছি। কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ্য হয়ে পড়ি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি হৃদরোগে ভুগছি। শারীরিক অসুস্থ্যতার কারনে আমার পে নির্বাচন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমার জগদীশপুর ইউনিয়নে আমার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষনা করছি। তিনি বলেন আমার শারীরিক অমতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে মা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন চাপে বা ভয়ভীতির কারনে আমি এমন সিদ্ধান্ত নেয়নি। মূলতঃ অসুস্থ্যতার কারনেই এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আমাকে দ্রুতই বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
যেহেতু আপনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেকারনে আপনি উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমার অসুস্থ্যতার কথা সভাপতি ও সম্পাদককে জানিয়েছি। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, তবিবর রহমান খান জানিয়েছেন তিনি অসুস্থ্য। নির্বাচনী প্রচারনায় তার ইউনিয়নে আমি গেছি। নৌকার জন্য মানুষের কাছে ভোট চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা বলেছি। কিন্তু শুনলাম নৌকার প্রার্থী অসুস্থ্য। শুধু এতটুকু আমি জেনেছি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। তিনি নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। অতএব তিনি এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। এটা দলীয় শৃঙখলা ভঙ্গের শামিল বলে আমি মনে করি। সংবাদ সম্মেলনে এ সময় তার ভাইপো স্বতন্ত্রপ্রার্থী আজাদুর রহমান খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here