বাঘারপাড়ায় প্রয়াত শিক্ষকের স্মরণ সভা অনুষ্ঠিত

0
318

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক ধর্মদাস অধিকারী ও অফিস সহায়ক দেবেন বিশ্বাস’র স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবার শনিবার সকালে অত্র বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (খুলনা অঞ্চল) সাবেক উপ-পরিচালক নিভা রানী পাঠক। বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র পাঠক, অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিমন্যু সরকার, কিরোন চন্দ্র ভৌমিক, করুণা মজুমদার, নিখিল পাঠক, সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী, সুরধনী অধিকারী, সাবেক ব্যংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, স্বপন রায়, স্বপন অধিকারী, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিখিল আঢ্য প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ধর্মদাস অধিকারী, দেবেন বিশ্বাস ও বাকড়ী স্কুলকে নিয়ে লিখিত স্মৃতিচারণমুলক দুইটি কবিতা পাঠ করেন উজ্জ্বল বিশ্বাস ও কিশোর গোস্বামী। প্রধান অতিথি তাঁর প্রিয় হেড স্যারের স্মৃতিচারণমুলক বক্তব্য দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন ধর্মদাস অধিকারী ছিলেন এগারোখান অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক। যাঁর সুদক্ষ নেতৃত্বে অজপাড়াগায়ের একটি প্রতিষ্ঠানকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম সারিতে নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি (ধর্মদাস) আমার আদর্শ। অন্যান্য বক্তারা বলেন, দেশ ভাগের কারনে এগারোখানের শিক্ষিত সমাজ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ভারতে চলে যাওয়ায় বন্ধ হওয়ার পর্যায়ে চলে যায় স্কুলটি। ঠিক সেই সময় ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বাকড়ী স্কুলের দায়িত্ব তুলে নিয়ে নতুন করে শুরু করেন। এলাকার শিক্ষা বিস্তারে নড়াইল সরকারী বালক বিদ্যলয়ের শিক্ষকতা ছেড়ে ১৯৬৫ সালে তিনি এলাকার স্কুলে যোগদান করেন। ১৯৯৬ সালে অবসর নেওয়া এ শিক্ষাবিদ ১৯৫২ সালে গোবরা পার্বতী বিদ্যাপিঠ নড়াইল থেকে এসএসসি পাশ ও বিএল কলেজ থেকে বিএসসি পাশ করেন। উল্লেখ্য, গত ১৯ অক্টেবার ধর্মদাস অধিকারী ও ১০ অক্টোবার দেবেন বিশ্বাস পার্শ্ববতৃী দেশ ভারতে বার্ধক্যজনিত কারনে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here