জাতীয় যুব দিবস যশোর জেলা যুব উন্নয়ন অধিদফতরে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ

0
303

নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব দিবস উপলক্ষে যশোর জেলা যুব উন্নয়ন অধিদফতরে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। তিনি বলেন কারিগরি প্রশিক্ষণ ছাড়া সাবলম্বী হওয়া যায় না। যুবকদের লেখাপড়ার পাশাপাশি যুব উন্নয়নের কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজে সাবলম্বী হতে হবে। যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। জেলা যুব উন্নয়নের উপপরিচালক শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহারিয়ার হাসান, বিসিকের ডেপুটি ম্যানেজার আব্দুস সালাম,যুব প্রশিক্ষণ কেন্দ্রর কো-অডিনেটর আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দীন, সংগঠক তোফাজ্জেল হোসেন মানিক, প্রশিক্ষণার্থী আষু তোষ কুমার, জহির ইকবাল,ইকবাল হোসেন প্রমুখ। পরিচালনা করেন যুব উন্নয়নের সহকারী পরিচালক জাকির হোসেন। আলোচনা শেষে চারজনের মাঝে যুব ঋণের ২ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here