সনাক যশোর-টিআইব’র সাথে যশোর পৌর পরিষদের মতবিনিময় সভা

0
362

সচেতন নাগরিক কমিটি(সনাক)-টিআইবি যশোরের সহ সভাপতি ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক স্বাগত বক্তব্য দেন এবং তিনি ও সনাক সভাপতি সুকুমার দাশ নব নির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যশোর পৌরসভার মেয়র জনাব মোঃ হায়দার খান গনী পলাশ বলেন তিনি ও তার পরিষদ সচেতন নাগরিক কমিটি-যশোর সহ সকলের সহযোগীতায় যশোর শহরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান, যশোর পৌরসভার দ্বায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত করোনা পরিস্থিতে অনেক উন্নয়নমূলক কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হয়নি, যা এখন বাস্তবায়িত হবে। সচেতন নাগরিক কমিটি যশোরের গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মিটিং এ উত্থাপিত সুপারিশসমূহের প্রেক্ষিতে পৌরসভার সচিব মোঃ আজমল হোসেন বলেন, পৌরপার্কে যাতে মানুষজন যত্রতত্র শৌচকার্য না করে সেজন্য দৃষ্টিনন্দন শৌচাগার স্থাপন করা হয়েছে, তরপরও কেউ বাইরে শৌচকার্য করলে সেট নিম্ন রুচির পরিচায়ক। মশা মারার জন্য উন্নত ফগার মেশিন দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়র জনাব মোঃ হায়দার খান গনী পলাশ বলেন, পৌর পার্কে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে। সনাক সদস্য শেখ গোলাম ফারুক বলেন পৌরপার্ক একটু বেশি সময় খোলা রাখলে ভালো হয় এছাড়াও তিনি আরো বলেন এম. এম. কলেজ হতে খড়কী কবরস্থান রোডের বেহাল দশা দীর্ঘদিন ধরে । সংস্কারের দ্রুত উদ্যোগ নিলে ভালো হয়। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ রাশেদ আব্বাস রাজ বলেন, পৌরসভার বেশ কিছু প্রকল্পের কাজ আসছে, সেগুলো সম্পন্ন হলে পৌর এলাকার কোন রাস্তা বেহাল অবস্থায় থাকবে না। মেয়র মহোদয় বলেন পুকুর ভরাট নিয়ে জেলা আইন শৃংখলা সভাতে আলোচনা হয়েছে। সনাক সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভরাট হওয়া পুকুর পুনঃ খননের আহ্বান করেছেন। সনাক সদস্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে নাগরিকদের সেবা পেতে সহযোগীতা করা সানাকের একটি লক্ষ্য। সনাক সদস্য এ্যাড. প্রশান্ত দেবনাথ বলেন, যশোর শহরের রাস্তাগুলো সংক্ষিপ্ত আকারে না লিখে পূর্নভাবে লেখার অনুরোধ করেছেন। মেয়র মোঃ হায়দার খান গনী পলাশ সুপারিশগুলো গুরুত্বের সাথে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন। এর পর সনাক সভাপতি সুকুমার দাশ সভা সমাপ্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here