যশোরে তরিতরকারি মাছের উচ্চ মূল্যে দিশেহারা ক্রেতা

0
258

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বড় বাজার, রেলস্টেশন বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ি ও নতুন উপশহর কাঁচা বাজারে তরি তরকারির ক্রেতার নাভিশ্বাস উঠছে প্রত্যহ বাজার করতে যেয়ে। নিত্য প্রয়োজনীয় কাঁচা তরিতরকারি ও মাছের উচ্চ মূল্যে দিশেহারা ক্রেতা। সিম, ফুলকপি, বাঁধাকপি, টমাটো, বেগুন, কাঁচকলা, কাঁচা মরিচসহ মাছ বাজারে আগুন। এক কেজি দরের রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা। ইলিশ কেজি মাপের প্রতি কেজি ১৪০০ টাকা। ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, শিম ১৫০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, টমাটো ১০০ টাকা, বেগুন ৭০ টাকা, কাচকলা ৫০ টাকা, মেটে আলু ৫০ টাকা, ভেন্ডি ৮০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালের বাজারের চিত্র এটি। প্রতি পিচ লাউ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজি ওজনের রুই মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। বড় তেলাপিয়া ১৫০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। ছোট দেশী পুটি চান্দা চিংড়ী মাছের কেজি ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা। এক কেজি দরের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে এদিন। প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা, ছাগলের মাংসের কেজি ৮০০ টাকা। রেলবাজারের একজন ক্রেতা ফরহাদ হোসেন জানান, টমাটো তিনি ১০০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। রুইয়ের দাম বেশি দেখে মনোসেক্স তেলাপিয়া কিনেছেন ১৫০ কেজি দরে। কাঁচা মরিচ ১২০ টাকা কেজি, ফুলকপি ৮০ ও বাঁধাকপি ৬০ টাকা প্রতি কেজির দর। তিনি বলেন, তরি তরকারি কিনে খাওয়ার সামর্থ্য তার হারিয়ে যাচ্ছে। সকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে তিনি ৪-৫০০ টাকা আয় করেন। এর সবটাই চলে যাচ্ছে বাজার করতে যেয়ে। ছেলে মেয়েদের পড়াশুনা, বিদ্যুৎ পানির বিলে তিনি দিশেহারা। শুধু ফরহাদ নন, বড় বাজারে আগত ক্রেতা আবুল কাশেম বলেন, ইলিশ কিনতে যেয়ে তার হার্টবিট বেড়ে গেছে। এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০- থেকে ১৪০০ টাকা দরে। ইলিশ বাজারে বেড়েছে এই খবর পেয়ে তিনি বড় বাজারে আসেন ১০০০ টাকা নিয়ে। তবে নরম ইলিশ মাছ ৭/৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি সাইজেরটি। সেখানে ভীড় বেশি। আব্দুর রাজ্জাক নামে একজন ক্রেতা জানান টমাটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। ভালো বেগুন ৬০/৭০ টাকা। শিমের গাঁয়ে কারেন্ট। তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। কাচকলা ৫০ থেকে ৬০ টাকা দরে বিভিন্ন জাতের প্রতি কেজি বিক্রি হচ্ছে। লালশাক ৩০ থেকে ৪০ টাকা। কলমী শাক প্রতি আটি ১০ টাকা কিনতে হয়েছে। কাচাঁ ঝাল ৩০ বা ৩৫ টাকা ২৫০ গ্রাম দরে কিনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here