স্টাফ রিপোর্টার : যশোরে নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসকাব যশোর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি উপলক্ষে যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্ম এই সম্মেলনের আয়োজন করে। প্রেসকাবের দ্বিতীয় তলার হল রুমে বর্ষপূর্তি অনুষ্ঠান ও নারী উদ্যোক্তা সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হল রুমের বাইরে ছোটখাট এক মেলা বসে। সেখানে ২০টি স্টলে হস্তশিল্প, পোশাকসহ ঘরে তৈরি রকমারি খাবারের প্রদর্শনী করা হয়। এদিন বর্ষপূতি উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলনের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসরাণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ^াস, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিক যশোরের ডিজিএম গোলাম হাফিজ ও এমইউসি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস।
স্বাগত বক্তব্য রাখেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট যশোর ব্রাঞ্চের প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর মুসলিমা খাতুন বিউটি। সভাপতিত্ব করেন যশোর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি জেসমিন রোজ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালন করেন নারী উদ্যোক্তা ফারহানা রহমান ও বুশরা হাবীবা তৌমী।















