ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ ডুমুরিয়ার দলিতের উদ্যোগে ধামালিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারীদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত যুবক-যুবতী ও সম্প্রদায়ের নেতাদেরকে বিভিন্ন পরিসেবার সাথে সংযোগ স্থাপনে তাদের সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করতে মঙ্গলবার বিকেলে বরুনার রাজবংশী পাড়ায় সমন্বয় সভায় সভাপতিত্ব দলিত সংস্থার নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামালিয়া ইউনিয়ন পরিষদ মোঃ রেজওয়ান হোসেন মোল্যা।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য প্রার্থী দিপক মন্ডল, মানিক গাইন, সংরতি আসনের মহিলা ইউপি সদস্য প্রার্থী রিনা পারভীন, দলিত সংস্থার পিএএসি আর এম ডি সি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ রানা, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার হরিচাঁদ দাস, অ্যাসিসট্যান্ট মেডিক্যাল অফিসার তনিমা দাস, সভা সঞ্চালন করেন ফিল্ড সুপারভাইজর সামসুন নাহার, স্বেচ্ছাসেবক তাসলিমা বেগম, দিপালী গাইন প্রমুখ। এছাড়া দলিত যুব কমিউনিটির বরুনা রাজবংশীপাড়া, চেচুড়ীদাসপাড়া এবং বরুনা দাসপাড়ার যুব-যুবতী নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















