পলাতক ১২ আসামি আটক শার্শায়

0
284

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০২নভেম্বর) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটক আসামিরা হচ্ছে, শার্শা উপজেলার বাগ আঁচড়া ইউনিয়নের জয়নাল আবেদীনের পুত্র ইউসুফ আলী (৩১), একই থানার বাইকোলা গ্রামের কাউছার আলীর পুত্র ফজলুল হক (২৮), সনাতনকাটি গ্রামের মৃত আনছার আলীর পুত্র আব্দুল আলিম (২৬) ও সুজন (২৭), বাগআঁচড়া ইউনিয়নের বেলতলা গ্রামের মৃত নুর হোসেনের পুত্র আমির আলী (২৪), ইছাপুর গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র জব্বার আলী (৩০), উলাশী ইউনিয়ন কন্যাদাহ গ্রামের সিরাজুল (৩৪), উলাশী ইউনিয়নের শালতা গ্রামের ওহাব আলীর পুত্র রাসেল হোসেন (২৫), বাগ আঁচড়া ইউনিয়নের কালিয়ানি গ্রামের মতির পুত্র জাহাঙ্গীর আলম (৩০), ইছাপুর গ্রামের মৃত মোক্তার আলীর মেয়ে নুরবানু (৩২, ইছাপুর গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী ময়না খাতুন ও বাগ আঁচড়া ইউনিয়নের নুরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন। পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের (আটককৃত) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here