করোনা শনাক্ত দুইশর নিচে, মৃত্যু ৩ জনের

0
445

যশোর ডেস্ক : দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ছয় দিন পর আবারও দুইশর নিচে নেমে এসেছে, নতুন কোনো রোগী শনাক্ত হয়নি অর্ধেক জেলায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এর আগে গত ৩০ অক্টোবর ১৬৬ জন রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। তার পর থেকে গত ছয়দিন শনাক্ত রোগীর সংখ্যা দুইশর উপরেই ছিল। ৩০ অক্টোবরের চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল মহামারীর শুরুর দিকে, গত বছরের ১২ এপ্রিল, সেদিন ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল। চলতি মাসের ২ তারিখ সারা দেশে কেবল দুইজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল, যা গত বছরের ৫ মের পর সবচেয়ে কম। সেদিন মারা গিয়েছিলেন ১ জন। শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৮৯০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। আগের দিন বৃহস্পতিবার ২৪৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এক দিনে নমুনা পরীার বিপরীতে শনাক্ত রোগীর হার কমে ১ দশমিক ১২ শতাংশ হয়েছে, যা আগের দিন ১ দশমিক ৩২ শতাংশ ছিল। নতুন শনাক্ত ১৯৬ জনের মধ্যে ১৩৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ বিভাগের মধ্যে ঢাকা, ফরিদপুর ও মুন্সীগঞ্জ এই তিন জেলায় শনাক্ত হয়েছে ওই ১৩৩ জন নতুন রোগী। ঢাকা বিভাগের বাকি নয় জেলায় নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। দেশের ৩২ জেলায় কারও কোভিড সংক্রমিত হওয়ার তথ্য আসেনি। আর দেশের ৬১ জেলায় একদিনে কারও মৃত্যু হয়নি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here