যশোরে সেচ্ছাসেবী সংগঠন “ভালোবাসার ভাইবোনের” উদ্যোগে বিনামূল্যে খাবার বিতরণ

0
463

আবিদ হাসানঃ যশোরের বহুল পরিচিত সেচ্ছাসেবী সংগঠক “ভালোবাসার ভাই বোনের” উদ্যোগে, গতকাল যশোর শহরের বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী ভাই – বোনদের সহযোগিতায় যশোর সদর হাসপাতালে আসহায় রোগী,যশোরের স্টেশন সহ যশোর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় না খেতে পাওয়া মানুষদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে “ভালোবাসার ভাই বোন সংগঠন” নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আল-আমিন, পরিচালক মাসুদ হাসান রিফাজ, সহ -পরিচালক মোঃ মারুফ হোসেন, আবু রায়হান,রিফাত আহমেদ সুলতান, শাওন কবির, মানিক সরকার, স্বর্গ পাল,হুমাইরা নাজনিন,রিতু মনি, সাগর, আব্দুস সালাম লিওন,রহমত মৃধা বাপ্পি সহ আরও অনেকেই।অনুষ্ঠানে সংগঠনের পরিচালক মাসুদ হাসান রিফাজ জানান,ভালবাসার ভাইবোন এই সংগঠনটি প্রধানত দরিদ্র, অসহায়,সুবিধাবঞ্চিত সকল শ্রেণীর পেশার মানুষের সেবাদানকারী একটি সংগঠন,করোনাকালীন সময়ে এই সংগঠনটি স্বাস্থ্য সুরায় সামগ্রী,খাবার বিতরণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আমরা অংশগ্রহণ করেছি।এছাড়া ও ভবিষ্যতে এই ধরনের মহৎ কাজে প্রতি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন সংগঠের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here