রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী পরিদর্শন ও বৃ রোপণ

0
311

রাসেল মাহমুদ : মাধ্যমিক ও উচ্চা শিা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক যশোর সদর উপজেলার অন্যতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী পরিদর্শন ও বৃ রোপণ করেন। শুক্রবার ৫ নভেম্বর বিকালে অত্র শিা প্রতিষ্ঠান পরিদর্শন কালে মাধ্যমিক ও উচ্চা শিা অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সাথে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হারুন-অর-রশিদ, এ,এস,এম আব্দুল খালেক, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তর,খুলনা অঞ্চল, খুলনা, এ কে এম গোলাম আযম, জেলা শিা অফিসার, যশোর, এম.কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিা অফিসার, সদর, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মোদাচ্ছের আলী চেয়ারম্যান ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী, বি.এম জহুরুল পারভেজ প্রধান শিক রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী। এছাড়া অভিভাবক সদস্য সহ ঐতিহ্যবাহী রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর শিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here