সতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাঁধা সৃষ্টির অভিযোগ

0
277

মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি, কর্মী সমর্থকদের মারপিট, সাধারণ ভোটাদের ভয়-ভীতি দেওয়ানো হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ এনে সাংবাদিকের কাছে সতন্ত্র প্রাথীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান।
সোমবার (৮ নভেম্বর) লিখিত অভিযোগে আ.লীগ দলীয় মনোনিত প্রাথী জানান, আ.লীগ থেকে বহিস্কৃত সতন্ত্র প্রাথী শফিদুল ইসলাম ও তার লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোট বানচালের পায়তারা করছে। ২রা নভেম্বর সতন্ত্র প্রার্থী শফিদুলে নির্দেশে তারকর্মী আশরাফুল ইসলাম (৪০) নৌকা সমর্থিত কর্মী মো: শনু বিশ্বাস (৫৫) কে বেধড়ক মারপিট করে ডান পা ও কাঁধের হাড় ভেঙ্গে দেয়। দোষ এড়াতে আমাসী আশরাফুল ইসলাম মিথ্যা আহতের অভিনয় করে মহেশপুর হাসপাতালে ভতি হলে পুলিশ তাকে আটক করে। কিন্তু আটকের একদিন পরেই অদৃশ্য শক্তিবলে আসামী মুক্তি পেয়ে যান বলেও অভিযোগ তার। এছাড়াও ইউনিয়নের কালুহুদা বাজারে নৌকার অস্থায়ী কাযালয়ের পোস্টার ও জননেত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে ভাংচুর চালায়। তিনি আরো জানান গত ৪ নভেম্বর পাচবাড়ীয়া গ্রামের এক নৌকা কর্মীর ১ বিঘা জমির মিষ্টি কুমড়া গাছ কেটে দেয়। এতে সালাম মিয়ার ছেলে মিম (২৫) ও জসশের আলীর ছেলেশাহ আলমসহ (৩০) বেশ কয়েকজনের নামে অভিযোগ করলে থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেননি বলেও অভিযোগ করেন তিনি। এব্যাপারে মহেশপুর ওসি সাইফুল ইসলাম জানান, নৌকার প্রার্থী মারপিটের ঘটনায় অভিযোগ পেয়ে একজনকে আটক করেছিলাম। ঐ ইউনিয়নের যেন কোন অপৃতিকর ঘটনা না ঘটে সে কারণে আমরা সবসময় নজর রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here