মণিরামপুরে কুচলিয়া বিদ্যালয়ে অভিভাবক সদস্যপদ নির্বাচন সম্পন্ন

0
253

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে দিগংগা-কুচলিয়া-হরিদাসকাটি বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে অভিভাবক সদস্যপদে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী দু’প্যানেলে ৮ জন অভিভাবক সদস্যপদে অংশগ্রহণ করেন। মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের দিগংগ-কুচলিয়া-হরিদাসকাটি বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে কার্যনির্বাহী কমিটি উপলক্ষে সকাল ১০ থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে ব্যালট ভোটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে রাহুল রায় ও উত্তম কুমার দুটি প্যানেলে মোট ৮ জন অভিভাবক সদস্যপদ নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রার্থীরা হলেন, জীবন দেবনাথ, দিপংকর মল্লিক, পরিমল রায়, মিলটন মল্লিক, মোদাচ্ছের রহমান, শহীদুর ইসলাম, সজিত মন্ডল ও সুভাষ ধর। মোট ভোটার সংখ্যা ১৭১ জন। মোট ভোট দিয়েছেন ১৫২ জন। অভিভাবক সদস্য পদে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন রাহুল রায় প্যানেল। নির্বাচিত প্রার্থীরা হলেন, দিপংকর ১০৪ ভোট, মিলটন ৯৮ ভোট, পরিমল ৮৬ ভোট ও মোদাচ্ছের ৭৮ ভোট। অনির্বাচিত প্রার্থীরা হলেন, জীবন দেবনাথ ৫০ ভোট, শহীদুল ইসলাম ৪৯ ভোট, সুজিত মন্ডল ৫৮ ভোট ও সুভাষ ধর ৬০ ভোট। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়েছেন, অধির কুমার রায় প্রতিষ্ঠাতা সদস্য, নিতাই চন্দ্র মন্ডল দাতা সদস্য, খাদিজা বেগম মহিলা অভিভাবক সদস্য, মেরী বিশ্বাস সংরক্ষিত মহিলা সদস্য, অজিত কুমার সরকার ও রমেন মল্লিক শিক্ষক প্রতিনিধি। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, সরদার আব্দুস সবুর, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি), মণিরামপুর,যশোর। দিগংগা-কুচলিয়া-হরিদাসকাটি বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কান্তি সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচনে দায়িত্বে নিয়োজিত এস আই সুমেন কুমার বিশ্বাস বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here