মনোহরপুরে অসহায়, দের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
370

মনিরামপুর যশোর, প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মানবসেবা মুলক প্রতিষ্ঠান মনোহরপুর কল্যাণ ট্রাষ্ট। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এই মনোহরপুর কল্যাণ ট্রাষ্ট । সেই থেকে বিভিন্ন সেবা মুলক আর্তমানব সেবাই কল্যাণ কর বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় সমাজের সেবা মুলক কাজের মধ্য দিয়ে যেমন অসহায় দরিদ্র,গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান,বিধবা দের সেলাই মেশিন বিতরণ সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছেন।তাইরি ধারাবাহিকতায় আজ অসহায় গরীব দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুরুর আগে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিা বিদ,লেখক মরহুম অধ্য বিশ্বাস জোবেদ আলীর স্বরনে এক মিনিট নিরাবতার মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন। মনোহরপুর কাচারীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেনী কক্কে শুক্রবার সকালে মনোহরপুর কল্যাণ ট্রাষ্ট এর নিজেস্ব অর্থায়নে অর্ধশতাধিক শীতার্থ মানুষের মাঝে এ শীত বাস্ত্র বিতরণ করা হয়েছে।মু:মুরতজা আলী টুটুল এর সভাপতিত্বে এবং প্রনব কুমার সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো আবু বক্কর সিদ্দিকি,আ রহিম সরদার,আ সাত্তার বিশ্বাস,স্বপন চৌধুরী ,মো মফিজ সরদার,ডা মোশাররফ হোসেন,আবু সাইদ শাহিন,বিজন বিশ্বাস,দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here