চৌগাছায় ভোট গণনায় অনিয়মের অভিযোগে মেম্বর প্রার্থীর সংবাদ সম্মেলন

0
271

স্টাফ রিপোর্টার (চৌগাছা) যশোর : যশোরের চৌগাছায় ইউপি নির্বাচনকে ঘিরে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক মেম্বর প্রার্থী। শনিবার বেলা ১১টায় প্রেসকাব চৌগাছায় তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মেম্বর প্রার্থী মুতালেব হোসেন লিখিত অভিযোগে বলেন, ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌগাছা সদর ইউনিয়ন থেকে ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আমি নির্বাচনে অংশ গ্রহণ করি। আমার নির্বাচনী কেন্দ্র চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পরিচালনা করতে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ মোজাম্মেল হক। তিনি বলেন, নির্বাচনী কেন্দ্রে আমার পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্বে ছিলেন আব্দুর রহিম, পিতা- তাইজুল ইসলাম, শুকুর আলী, পিতা নুরুল ইসলাম। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪.২০ মিনিট থেকে কেন্দ্রে দ্বায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা ভোট গণনা শুরু করেন। অত্র ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ফলে সাধারণ সদস্য ও সংরতি নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, সংরতি আসনের প্রার্থীর েেত্র শুধুমাত্র ভোট গণনা করা হয়। কিন্তু সাধারণ সদস্যের েেত্র ব্যালেট পেপার গণনা করা হয়না। সেখানে শুধু মাত্র ব্যান্ডেল করে নিজের ইচ্ছে মতো ফলাফল ঘোষণা করেন। শুধু তাই নয় ভোট গণনার সময় আমার এজেন্ট আব্দুর রহিম (নির্বাচনী পিন নাম্বার ৭৮০০৮৭৬৮৮৫) বারংবার প্রিজাইডিং অফিসারের নিকট ভোট গণনার জন্য অনুরোধ করেন। তারপরও তিনি ভোট গণনা না করে পোলিং এজেন্টের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন। এমনকি তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করনে। এ সময় আমার এজেন্ট নির্বাচনী ফলাফলের শীট চাইলে সেটা তাকে না দিয়ে ছিড়ে ফেলেন। এ ঘটনায় অন্যান্য প্রার্থীর এজেন্টেরা প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্দি প্রার্থী জালাল উদ্দীনের সহযোগিতায় স্থানীয় আঃ সালামের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাদের উপর প্তি হন। সংবাদ সম্মেলনে এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবী জানান। একই সাথে নির্বাচনী কার্যক্রম বাঁধাগ্রস্থ করতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্বর্তন কর্তৃপরে হস্তপে কামনা করেন। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আওরঙ্গজেব চুন্নু, পোলিং এজেন্ট আব্দুর রহিম, শুকুর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, ভোটার শাহজালাল, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, চান্দু মিয়া, গিয়াস উদ্দীন, লিটন হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here