কালীগঞ্জে ছুটির দিনে গ্রামের রাস্তার দু-পাশের জঙ্গল পরিষ্কার করলো সবাই

0
228

মাহাবুবুর রহমান, কালীগঞ্জ ( ঝিনাইদহ ) থেকে ॥ ছুটির দিনে সময় কাটলো নিজ গ্রামের রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করে। কালীগঞ্জের চাপালী যুব সংঘ এর সদস্যরা সেচ্ছাশ্রমের মাধ্যমে এই জঙ্গল কাটার কাজ করেন। নানা পেশায় নিয়োজিতরা ও যুবকরা এই কাজে অংশ নেন। যুব সংঘের সদস্য নন এমন অনেকেও এই আয়োজনে শরিক হন। যুব সংঘের সভাপতি আজাদ রহমান জানান, কালীগঞ্জ পৌরসভার একটি গ্রাম চাপালী। এই গ্রামে দুইপাশ দিয়ে প্রবেশে দুইটি রাস্তা রয়েছে। যে রাস্তা দুইটিতে প্রচুর জঙ্গল হওয়ায় সাধারণের চলাচলে কষ্ট হচ্ছিল। রাস্তার বাঁকগুলোর একপাশ থেকে আরেক পাশ দেখার উপায় ছিল না। তাছাড়া জঙ্গলের কারনে বিষধর সব পোকা-মাকড়ের উৎপাত বেড়ে গিয়েছিল। আর জঙ্গলের কারনে সামনের যানটি দেখতে না পেয়ে মাঝে মধ্যেই দূর্ঘটনা ঘটছিল। এই অবস্থায় চাপালী যুব সংঘ এর সদস্যরা মনে করে সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করবে। এরপর সংঘের নিজস্ব কার্যালয়ে আলোচনা করে সময় নিদ্ধারণ করা হয়। সেখানে সিদ্ধান্ত হয় ছুটির দিনে সকলেই অলস সময় কাটান। সেই সময়টা কাজে লাগাতে শুক্রবার এই জঙ্গল পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। যুব সংঘের সদস্য না হয়েও জঙ্গল পরিষ্কারে অংশ নেওয়া কিশোর আবির হাসান জানান, এগুলো হচ্ছে সামাজিক কাজ। নিজের পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজেও নিজেকে সংযুক্ত রাখা প্রয়োজন, তাহলেই আমাদের দেশটা উন্নত দেশ হবে। সেই কথা চিন্তা করে তিনি এই কাজে অংশ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here