চুকনগরে পা পিছলে পড়ে ড্রাইভারের মূত্যু

0
265

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ চুকনগরে কুকুরের গায়ে ঢিল ছুড়তে গিয়ে পা পিছলে পড়ে এক বাস ড্রাইভারের মূত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত ডাঃ লুৎফার রহমানের পুত্র শেখ হাফিজুর রহমান বাবু(৪৭)। মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শবিরার রাতে বাস চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপর কুকুর ডাকতে দেখেন। এসময় তিনি কুকুরটিকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে একটি ইটের টুকরো ছুড়তে গিয়ে পা পিছরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রোববার বেলা ১০টার দিকে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বেবি, সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, নব নির্বাচিত ইউপি সদস্য আলাউদ্দীন মালী, প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here