অবাইদুর রহমান মল্লিক মহিষডাঙ্গা-উঃবারপোতার জনসেবক মেম্বার হতে চান

0
272

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলার শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নে মহিষডাঙ্গা-উত্তর বারোপোতা গ্রামের আপামর জনতার ভালোবাসায় অবাইদুর রহমান মল্লিক মেম্বর নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চান। ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বা মেম্বার পদপ্রার্থী তিনি। তার প্রতীক মোরগ। ২৮ নভেম্বর এই ইউনিয়নের নির্বাচনের দিন ধার্য্য রয়েছে। মহিষাডাঙ্গা-উত্তর বারোপোতা ওয়ার্ডে মেম্বার প্রার্র্থী তিনজন এরা হলেন ১. অবাইদুর রহমান মল্লিক (৩২), প্রতীক মোরগ ২. ইদ্রিস আলী, প্রতীক তালা ৩. আব্দুস সত্তর, প্রতীক ফুটবল। তবে মানুষের ভালোবাসায় এগিয়ে অবাইদুর রহমান মল্লিক। প্রচন্ড সাহসী বলে গ্রামের নারী পুরুষ অভয় নামেও ভালবেসে তাকে ডাকেন। পুটখালী ইউনিয়ন পরিষদটি এই মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামে অবস্থিত। এখানে ভোটারের সংখ্যা ১৮০০। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত অবাইদুর রহমান মল্লিক। সুখে দুখে এই যুবক গ্রামের মানুষের পাশে থাকেন সদা। এ কারনে তিনি গ্রামের অনেক প্রভাবশালির মাথাব্যাথার কারন। তাকে প্রায়ই মিথ্যা ও হয়রানি মূলক মামলায় জড়ানো হয়। যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দীনের অনুসারি তিনি। একারনে দলীয় প্রতিপক্ষ তাকে নিয়ে প্রায় নানা ছকে ব্যতিব্যস্ত রাখে। তারপরেও গ্রামের অন্যতম প্রভাবশালী পরিবারের সন্তান বিধায় তার সাথে এঁটে উঠতে পারেনা প্রতিপক্ষ। এমপি অভয় কে চেনে জানে এটাই গ্রামের অপকর্মের হোতা তথা অনাসৃষ্টিকারীদের ইর্ষার মূল কারন। এজন্য তারা প্রায়ই তাকে নানা ভাবে হেনস্থা করতে চায়। তবে তাদের সেই আশা ভঙ্গ হয় বেশির ভাগ ক্ষেত্রেই।
শেখ রাসেল যুবসংঘ মহিষাডাঙ্গার তিনি পরিচালক। গ্রামের তিন রাস্তার মোড়ে গুরুত্বপূর্ন পয়েন্টে কাবটির রেজিস্ট্রিকৃত জমিটির অবস্থান। একটি নৌকা প্রতীকি মডেল হিসেবে সেখানে দাড় করিয়ে রেখেছেন অবাইদুর রহমান মল্লিক। তবে শুধু আওয়ামীলীগ নয়, সকল রাজনৈতিক স্থানীয় নেতা-কর্মীদের সাথে তার সু-সম্পর্ক রয়েছে। গ্রামের কিশোর তরুণরা তার স্মরনাপন্ন হয় যে কোন সমস্যায় পড়লেই। বয়সী মানুষজন তাকে আগে থেকেই ভালবাসে। এবার ভোটে তরুণ প্রবীন সকলেই তাকে সমর্থন যোগাচ্ছেন। এটাও অবাইদুর রহমান মল্লিকের আশা যোগাচ্ছে।
মহিষাডাঙ্গার প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সর্দার বাবুর স্ত্রী পারভীনা (৬০) বলেন, অভয় (অবাইদুর রহমান মল্লিক) খোজ খবর নেয় নিয়মিত। মানুষের বিপদে আপদে ওকেই পাওয়া যায়। তাই তারই মেম্বর হওয়া উচিৎ। একই গ্রামের কৃষক বিল্লাল হোসেন (৩০) বলেন, মহিষাঙাঙ্গা উত্তর বারোপোতা মিলে ৮নং ওয়ার্ড। এখানে তিন জন মেম্বার পদপ্রার্থী। তবে উঠতি মানুষের আশা ভরসার প্রতীক অবাইদুর রহমান মল্লিক। তার প্রতীক মোরগ। তার মোরগ মার্কার জয়েই আমরা আশাবাদি। রাজনৈতিক গ্রুপিং লবিং থাকলেও অবাইদুর রহমান মল্লিকের সমর্থনে সকলেই এগিয়ে এসেছেন। এরা তাকে এবং তার মোরগ প্রতীক কে বিজয়ী করতে দিন রাত পরিশ্রম করছেন খেয়ে না খেয়ে। গ্রামে পক্ষ বিপক্ষ থাকলেও তার বিজয় এবার গ্রামের সুধীজনেরা কামনা করছে। বিগত দিনেও তিনি চেয়ারম্যান মেম্বার কে সাথে নিয়ে এলাকায় উন্নয়নে সচেষ্ট ছিলেন। আর এবার জন প্রতিনিধি হয়েই তিনি গ্রামের সকল মানুষকে সেবা করতে চান। আমরাও তার বিজয়ে আশাবাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here