যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের গণটিকা

0
357

স্টাফ রিপোর্টার : যশোরে কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হয়েছে। প্রথম দিনে শুধুমাত্র সাতশ ৬২ এইচএসসি পরীক্ষার্থীকে এ টিকা দেয়া হয়েছে। সোমবার সকাল নয়টায় পিটিআই কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর আহসান হাবিব, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম,সিভিল সার্জন শেখ আবু শাহীন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ।
জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ২৫ নভেম্বরের মধ্যে জেলার সকল এইচএসসি পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। জেলায় মোট এক লাখ পাঁচ হাজার ছয়শ’ ৪৯জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবে। টিকা নিতে এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের মূল কপির সাথে দু’টি করে ফটোকপি এবং জন্মসনদ আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here