চুকনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
293

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ দলিতের টিপসি প্রকল্পের উপর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দলিত হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীন। ইটালিয়ান দাতা সংস্থা সানজিনো অনলাস ও স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। টিপসি প্রকল্পের উপর আলোচনা করেন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন দলিতের প্রোগ্রাম হেড হেলথ এ্যান্ড লাইভলিহুড নিতাই দাস, প্রোগ্রাম অর্গানাইজার গোবিন্দ দাস, কৃষ্ণ পদ দাস, লিটন মৃধা, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, জাহিদুর রহমান বিপ্লব, উদয় চক্রবর্তী, গৌতম রাহা, শংকর ঘোষ, গাজী আব্দুল কুদ্দুস, সুমন ব্র্র, ইমরান হুসাইন, দলিতের সুবিধাভোগী শিখা রায়, কাকলী বিশ্বাস, শিলা শিকদার, কনিকা দাস, মিতা বিশ্বাস, মেরী সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here