দেবহাটায় গ্রাম পুলিশের সমাবেশে বিভিন্ন নির্দেশনা দিলেন ওসি ওবায়দুল্লাহ

0
222

ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটায় গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রাম পুলিশদের বিভিন্ন নিদের্শনা দেন দেবাহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে বিশেষ ভূমিকা রাখার নির্দেশ দেন। এছাড়া নির্বাচনকে ঘিরে কোন প্রকার সংঘাত বা সহিংসতার পূর্ব আভাস পাওয়া মাত্র প্রশাসনকে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়। একই সাথে নির্বাচনীয় এলাকায় যাতে কেউ গুজব বা অপপ্রচার ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেওয়া হয়। কোন প্রার্থীর এক হয়ে কাজ না করে নিরপেক্ষ অবস্থা ধরে রাখতে হবে বলে জানান ওসি। কোথাও গ্রাম পুলিশের কোন প্রতিনিধি সমস্যার সম্মূখিন হলেই সাথে সাথে থানায় জানাতে হবে বলে জানান। নির্বাচনকে ঘিরে কোন গ্রাম পুলিশ যাতে অপরাধ মূলক কর্মকান্ডে না জড়িয়ে পড়েন সেবিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়। সাপ্তাহিক সমাবেশে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মোবাশ্বের রহমান, কুলিয়া ইউপি দফাদার হাবিবুর রহমান, পারুলিয়া ইউপি দফাদার নুরুল ইসলাম, সখিপুর ইউপি দফাদার আবুল হোসেন, নওয়াপাড়া ইউপি দফাদার আরিজুল ইসলাম, দেবহাটা সদর ইউপি দফাদার সহ সকল গ্রাম পুলিশগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here