মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ২০

0
342

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাঘাডাঙ্গা ও যাদবপুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার অপরাধে নারী ও শিশু সহ ২০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮বিজিবি’র অধিনস্ত বাঘাডাঙ্গা ও যাদবপুর বিওপি টহল দল উপজেলার সোনাইডাঙ্গা ও বাঘাডাঙ্গা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের মঞ্জুর শেখের ছেলে আল আমীন শেখ(২৪) এবং রাব্বি শেখ(২২), রাব্বি শেখের স্ত্রী সানজিদা খাতুন(২০),ছেলে আব্দুর রব(০৮ মাস),আল আমীন শেখর স্ত্রী লিমা খাতুন(১৯),মৃত লাল মিয়া শেখের ছেলে সুমন শেখ(২০) এবং সুজন শেখ(১৬),মাগুরা জেলার শালীখা থানার থৈপাড়া গ্রামের মাখন বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস(২৪),খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটী গ্রামের শাহআলম মোড়লের স্ত্রী জবেদা খাতুন(৩৭),সেলিম রাজার স্ত্রী আয়েশা খাতুন(১৫)এবং মেয়ে রওজা আকতার রিমি(১৪)মাস, চট্টগ্রাম জেলার পাহারতলী থানার উত্তর কাটথলী গ্রামের মৃত অমর কৃষ্ণ সেনের ছেলে উত্তম কুমার সেন(৫৪) এবং বিপ্লব কুমার সেন(৪৯), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে করিম আলী(২১) এবং মেয়ে নাজমা খাতুন(২৬), বাবুল রহমানের স্ত্রী সীমা আক্তার(২৫) এবং মেয়ে তানুজা (০৬), গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোসেরচর গ্রামের মৃত কুমুত রঞ্জনের মেয়ে রেবা দত্ত (৪০), যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত চাঁদ আলী গাজী’র মেয়ে মনিরা বেগম(৪০),টাংগাইল জেলার কালীহাতি থানার সালেংকা গ্রামের গোলজার হোসেনের মেয়ে সাবজান আক্তার (৩৪)। বৃহস্পতিবার সকালে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here