১। র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। ঘটনার বিবরণঃ ইং ১৮/১১/২০২১ তারিখ সময় ১২.৪০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন বেজপাড়া সাকিনস্থ ৮নং ওয়ার্ড পৌরসভার রানার অফিস মোড় জনৈক মুকুল সাহেবের বাড়ির দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ তানিয়া ইসলাম (২৬), স্বামী- নাছির উদ্দিন, পিতা- নজরুল ইসলাম, সাং-লাউতারা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর’কে ফেন্সিডিল-৪৫ বোতল ও মোবাইল ০১ টি সহ হাতেনাতে গ্রেফতার করে। ৩। উদ্ধারকৃত আলামত সহ অভিযুক্তকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪ (খ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি