লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসিস ইয়ুথ এর আয়োজনে তারুণ্যের জয়োল্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় লক্ষীপাশাস্থ জেলা পরিষদের ডাকবাংলো হল রুমে “ওয়েসিস ইয়ুথ” নামে ওই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যুব সমাজকে একত্রিত করে সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে আলোচনাসভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোঃ ইকরামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধরী আশিক এলাহী। অনুষ্টানে বক্তব্য রাখেন সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেঃ কমান্ডার এ,এম আব্দুল্লাহ(অবঃ), অধ্যাপক বেলাল সানী, শিক্ষক মোঃ আব্দুল হান্নান বিশ^াস, বিশিষ্ট ক্রীড়াবীদ দিলীপ চক্রবর্তী, সংগঠনের সাধারন সম্পাদক সাকিব হাসান। অনুষ্ঠানে লোহাগড়া পৌরসভার সংরক্ষিত-৩ এর নবনির্বাচিত কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু, সরদার রইচ উদ্দিন টিপু সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা দেয়া হয়ে। উল্লেখ্য, সংগঠনটির সদস্যরা দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্তদান, করোনাকালে অসহায় পরিবার ও করোনা রোগীদের নানা সেবা প্রদান করেছে। মাদকমুক্ত পরিচ্ছন্ন যুবরাই এ সংগঠনের সদস্য।