শার্শায় লোকালয়ে হনুমানের ঘোরাঘুরি

0
168

মালিকুজ্জামান কাকা, যশোার : যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে লোকালয়ে ঘুরছে বিলুপ্ত প্রায় প্রজাতির মুখপোড়া হনুমান। কেউ রুটি কলা সহ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানের দলটি। ছয়টি হনুমান কে একত্রে ঘুরতে দেখা যাচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার নিজামপুর এলাকায় অবস্থান করছে হনুমানের দলটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে আবার কখনো বাজারের দোকানের সামনে বসে থাকছে এই প্রাণিটি। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানগুলো। গাঁয়ের ছোট ছোট শিশুরা হনুমানের পিছু নিয়ে মজা করলেও কোনো হিংস্রতা দেখাচ্ছে না এটি। নিজামপুর গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়িরা জানান, হনুমানের দলটি বেশিরভাগ সময় বাড়ির টিনের চালে বসে থাকছে। হনুমানগুলো কোনো অত্যাচার করছে না। বাড়ির লোকজন একে নিয়মিত খাবার দিচ্ছেন। গ্রামের শিশুরা হনুমানটিকে দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে। হনুমানের দলটি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও এটি বাড়ি ছাড়ছেনা।
জানা যায়, মুখ পোড়া এই হনুমানটি দল ছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের মতো ঘুরতে ঘুরতে সেই পিত্রালয়ে বনে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here