শ্যামনগরে কৃষক প্রশিক্ষণ ও বিনা উদ্ভাবিত বীজ বিতরণ

0
355

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনা উদ্ভাবিত রবি মৌসুমের জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদিত ও সংরন বিষয়ক কৃষক প্রশিণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগরের কাশিমাড়ীর শংকরকাটি আই,পি,এম কাব চত্বরে বীনা উপকেন্দ্র সমূহের গবেষনা জোরদার করণ কর্মসূচী অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, সাতীরা এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কৃষকদের দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করেন। এছাড়া বিশেষ অতিথি বিনা ময়মনসিংহ পরিচালক (গবেষনা) ড. মোঃ আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সিদ্দিকুর রহমান, সাতীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, সাইন্টিফিক অফিসার মশিউর রহমান, সাইন্টিফিক অফিসার সেলিম রেজা, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস,এম, এনামুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুর রহমান ও কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিণ শেষে বিনা উদ্ভাবিত রবি মৌসুমের বীজ বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে কৃষকরা এধরনের প্রশিণ পেয়ে আসন্ন রবি ফসল মৌসুমে অধিক ফসল উৎপন্ন করতে সম হবে বলে জানিয়েছেন আই,পি,এস কাবের সভাপতি আব্দুল আলিম ও কৃষক উজ্জল হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন বিনা উপকেন্দ্র সাতীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here