স্বরুপদাহ ইউপির নৌকার প্রার্থীর পুন: ভোট গণনা দাবি

0
255

মালিকুজ্জামান কাকা, যশোার : যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও ভোটচুরিসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী সানোয়ার হোসেন বকুল। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। সেই সাথে তিনি পুনরায় ভোট গণনা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ বন্ধ রাখার দাবি করেন। তাকে ৭০১ ভোটে পরাজিত দেখানো হয়েছে। সংবাদ সম্মেলন থেকে লিখিত বক্তব্যে সানোয়ার হোসেন বকুল জানান, গত ১১ নভেম্বর চৌগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বরুপদাহ ইউনিয়নের সাধারণ জনগণ নৌকাকে ভালবেসে ভোট দেয়। একটি মহল গভীর ষড়যন্ত্র করে ফলাফল পরিবর্তন করেছে। চারটি কেন্দ্রে নৌকার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। তারপরও নৌকা বিপুল ভোট পায়। ভোট গণনার সময় নৌকার ব্যালট পেপার আনারসের বান্ডিলের মধ্যে দিয়ে আনারাস মার্কাকে বিজয়ী করা হয়। এছাড়া অবৈধভাবে একাধিক ভোট কেন্দ্রে নৌকার বেশ কিছু ভোট বাতিল হয়। ১ নং ওয়ার্ডে সাঞ্চাডাঙ্গা ও কাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০, ২ নং ওয়ার্ডে খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪, ৩ নং ওয়ার্ডে বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২টি, ৪ নং ওয়ার্ডে টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮২টি, ৫ নং ওয়ার্ডে স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪টি, ৬ নং ওয়ার্ডে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮টি, ৭ নং ওয়ার্ডে দিঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২টি, ৮ নং ওয়ার্ডে মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০টি ও ৯ নং ওয়ার্ড গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭২টি ব্যালট বাতিল দেখানো হয়েছে। আনারস প্রতীকের সন্ত্রাসীরা দিঘড়ী, খড়িঞ্চা, গয়ড়া, টেঙ্গুরপুর, স্বরুপদাহ ও সাঞ্চাডাঙ্গা কেন্দ্রে নৌকার এজেন্টদের ব্যাপক মারপিট করে। ভোট কেন্দ্রে থেকে বের করে দেয়। তারপরও সুষ্ঠুভাবে ভোট গণনা করা হলে নৌকা বিজয়ী হতো। তাই তিনি পুনরায় ভোট গণনার দাবি করেন। সংবাদ সম্মেলনে এই প্রার্থী অভিযোগ করেন যশোর-২ আসনের সংসদ সদস্য আনারস প্রতীকধারী নুরুল কদরের আত্মীয়। তিনি এই নির্বাচনকে প্রভাবিত করে ভোটের ফলাফল পরিবর্তন করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রার্থীর চাচা আব্দুল জব্বার, সাবেক মেম্বর ও প্রস্তাবকারি মতিয়ার রহমান, আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি সোহারাব হোসেন শান্টু, ১নং ওয়ার্ড সাধারন সম্পাদক চুন্নু মিয়া, ৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক রহমত আলী, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here