নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার আওতাধীন চরাঞ্চলে আমন ধানের ফলন ভাল হলেই লাঠিয়াল বাহিনীর আনাগোনা দেখা দেয়। আন্তঃ জেলা সীমানা অর্থাৎ পটুয়াখালী ও ভোলা জেলার সীমানা এখন পর্যন্ত নির্ধারন করা হয়নি। ফলে চরাঞ্চলে ধানের মৌসুমে লাঠিয়াল বাহিনীর আনাগোনা দেখা দেয়। ভূমিহীন কৃষকরা সময় মত তাদের রোপনকৃত ধান ঘরে তোলার আগেই লাঠিয়ালদের ভয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। আন্তঃ জেলা সীমানা রিরোধ দীর্য ৭৭ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি তা নিস্পন্ন করা সম্ভব হয়নি। ফলে দীর্য বছরের এই সীমানা বিরোধ থাকায় প্রতি বছর ধান কাটার মৌসুমে ধান লুটের আশংকাসহ লাঠিয়াল বাহিনীর আনাগোনা শুরু হয়ে যায়। আন্তঃজেলা ও উপজেলা পর্যায়ের সীমানা পূর্নঃ নির্ধারন না করায় বছরের পর বছর এই বিরোধ লেগে থাকে। উপজেলার বিরোধপূর্ন ৩টি চরে আমন ধানের সোনালী আভার মৌ মৌ গন্ধের টানে ভূমিদস্যুসহ লাঠিয়াল বাহিনীর দৌরাত্ন্য বেড়ে যায়। মৌসুমী লাঠিয়ালদের সহায়তায় একটি স্বার্থন্বেষী মহল দরিদ্র প্রান্তিক চাষীদের চাষকৃত ধান লুট করে নেয়। কৃষকরা তাদের চাষকৃত ধান ঘরে তুলতে পারা নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠায় থাকে। ভূমিদস্যুদের আনাগোনা দেখা উপজেলার ৩টি চরের প্রায় ১২ হাজার কৃষক ভয়ে এলাকায় থাকতে সাহস পাচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি ভূমিদস্যুদের উস্কানির কারনে প্রায় ৭৭ বছরের পুরানো এই বিরোধ মীমাংসা করা সম্ভব হয়নি। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিন পূর্বে নদী মাঝে ৭নং চরবোরহান ইউনিয়ন অবস্থিত। উপজেলার একমাত্র তেঁতুলিয়া নদীর ঠিক মাঝখানে অবস্থিত এই চরের সঙ্গে পার্শ্ববর্তী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার মৌজার সীমানা বিরোধ যুগ যুগ ধরে লেগে আছে। এছাড়া দশমিনা উপজেলা সদর ইউনিয়নের চরহাদী মৌজার সাথে লালমোহন উপজেলার চর কচুখালীর সাথে অনুরূপ সীমানা বিরোধ রয়েছে। অপর দিকে একই চরের পূর্ব প্রান্তে চর কচুয়াখালী আর পশ্চিম প্রান্ত চরহাদী নামে পরিচিত হয়ে আসছে। উল্লেখিত চরের বাসিন্দারা উপস্থিত সাংবাদিকদেরকে জানান, সি.এস ম্যাপকে গুরুত্ব না দিয়ে ভোলা জেলার ভূমিদস্যুরা আস.এস ম্যাপ এবং বুড়াগৌরাঙ্গ দোনের অস্তিত্ব অনুসারে চরগুলোকে তাদের অংশ বলে দাবী করছে। অথচ নির্ধারিত রেকর্ড-রেজিষ্ট্রারে দোন বলতে কিছুই নেই। দশমিনা উপজেলার ৭নং চরবোরহান ইউপি চেয়ারম্যান মোঃ নজির সরদার সাংবাদিকদেরকে বলেন, ১৯৪০-৪২ সালে তৈরি করা আর.এস ম্যাপের লাইন অনুসারে আন্তঃজেলা সীমানা নিধারন করার প্রয়োজন ছিল কিন্তু তা করা হয় নাই। আর এই সুযোগটি ভোলা জেলার ভূমিখেকো দস্যুরা কাজে লাগিয়েছে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দস্যুরা টাকার বিনিময়ে ভূমি মন্ত্রনালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ভূল বুঝিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের কারনে দশমিনা উপজেলার চরবোরহান ও চরশাহজালালের একটি বিশাল অংশ প্রায় ৩০-৩৫ বছর ধরে তারা দাবী করে আসছে। অথচ প্রায় শত বছরের আগের তৈরি করা সি.এস ম্যাপকে কোন গুরুত্ব না দিয়ে প্রজ্ঞাপন জারি করায় সমস্যা আরও প্রকট হয়েছে। দশমিনা উপজেলা চরবোরহান ও চরশাহজালালের শত শত পরিবার বিভিন্ন সময়ে চরের জমি বন্দোবস্ত নিয়ে বসবাস করে আসছে। চরে কৃষকদের ধান পাকলে প্রতি বছর ভোলার ভূমিদস্যুরা মোসুমী লাঠিয়াল বাহিনী নিয়ে ধান লুট করে নিয়ে যায়। এছাড়া লাঠিয়াল বাহিনী ও ভূমিদস্যুরা মিলে মাঝে মধ্যে কৃষকদের বাসা-বাড়িতে হামলা,ভাংচুরসহ অগ্নিকান্ডের মত ঘটনা ঘটিয়ে থাকে। চরে বসবাসরত কৃষকদেরকে উৎখাতের জন্য বর্ষা মৌসুমে হালে গরু-মহিষ চুরি করে নিয়ে যায়।
দশমিনা উপজেলার চরশাহজালারের বাসিন্দা আবুল রাঢ়ী জানান,সি.এস ম্যাপ অনুসারে পূর্ব দক্ষিন চর মোতাহারের মধ্যে সাড়ে ৫ চেইনের অধিক জমি রয়েছে। চরফ্যাশনের ভূমিদস্যুরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ ভূমি অফিসকে ম্যানেজ করে হাল রেকর্ডে (আর.এস) পশ্চিমে প্রায় ১০ চেইন চরবোরহান ও চরশাহজালালের মধ্যে তাদের অংশ বলে দাবি করে আসছে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউপি চেয়ারম্যান আবদুল মিয়া সাংবাদিকদেরকে জানান, পটুয়াখালীর গলাচিপা ও চরফ্যাশনের মধ্যে বুড়াগৌরাঙ্গ দোনকে আন্তঃ জেলা সীমানা রেখা হিসাবে প্রশাসনিকভাবে নির্ধারন করা আছে। অথচ বুড়াগৌরাঙ্গ ডোনের অস্তিত্ব না থাকার পরও চরফ্যাশন ও দশমিনার মধ্যে আর.এস ম্যাপের লাইন মেনে সীমানা নির্ধারন করা হয় যা বিরোধকে আরও উস্কে দিয়েছে। ১৯৯০ সালে ভূমি মন্ত্রনালয়ের একটি প্রজ্ঞাপনে বুড়াগৌরাঙ্গ দোনের পূর্বপাড় গলাচিপা অংশে চরনিউলিন,চরমোনহার ও চরমোতাহারকে চরফ্যাশন উপজেলার অর্ন্তভুক্ত করে আন্তঃজেলা সীমানা নির্ধারন করে এবং দশমিনা অংশে আর.এস লাইন অনুসরন করতে বলা হয়। এই প্রজ্ঞাপন দশমিনা ও গলাচিপার কৃষকরা মানতে রাজি নয়। এছাড়া দশমিনা সদর ইউনিয়নের চরহাদির সাথে ভোলার লালমোহন উপজেলার চর কচুয়াখালীর সীমানা বিরোধ দীর্যদিনের রয়েছে। এই সীমানা বিরোধ নিয়ে ২০০০ সালে লালমোহনের ভূমিদস্যুরা দশমিনার চরহাদির অংশে আমন ধান লুট করে নেয়ার সময় ভূমিহীন কৃষক নজির দেওয়ান বাধা দিলে তাকে খুন করা হয়। এই ঘটনায় তৎকালিন সময়ে দুই জেলা প্রশাসক পর্যায়ে ফাগ মিটিং হয়। ফাগ মিটিং পরবর্তী সীমান্তে বিরোধীয় ৫০ একর জমির মধ্যে ভোলার চরকচুয়াখালীর ৩০ একর ও দশমিনার চরহাদির অংশে ২০ একর জমি ডি.আর.এস জরিপ না হওয়া পর্যন্ত স্ব-স্ব কৃষকরা ভোগ দখল করবে। তৎকালিন সমঝোতায় দীর্য ১৬ বছর শান্তিপূর্ন থাকলেও চলতি আমন মৌসুমে ভোলার ভূমিদস্যুদের মৌসুমি লাঠিয়াল বাহিনীর আনাগোনা শুরু হয়ে গেছে। চরহাদির ভূমিহীন কৃষক মোঃ সোহেল,আলাউদ্দিন ও মোঃ বাশার হাওলাদার বলেন,ডি.আর.এস জরিপের জন্য তারা ভূমি মন্ত্রনালয়ে আবেদন করলেও কোন উদ্যোগ নেয়া হয়নি।