উপশহরে রফিউদ্দীন জিন্নাহ সড়কের উদ্বোধন

0
182

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর এ ব্লকেন একটি রাস্তা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম রফিউদ্দনি আহমেদ জিন্নাহ নামে রফি উদ্দীন নামে নামকরণ করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে রফিউদ্দীন জিন্নাহ সড়কের উদ্বোধন করেন ভুমি মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব জহুরুল হক। তিনি বলেন মরহুম রফিউদ্দনি আহমেদ জিন্নাহ একজন গুনী ব্যক্তি ছিলেন। তার নামে সড়কের নামকরণ করাই তাকে অনুস্মরণ করে তার উত্তরসুরীরা এগিয়ে যাবে। বিশেষ অতিথি ছিলেন যশোর হাউজিং এস্টেটের উপবিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন। ্উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, রফিউদ্দনি আহমেদ জিন্নাহ জীবনী পাঠ করেন আওয়ামী লীগ নেতা জামান চৌধুরী। উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ডাক্তার ওহিদুজ্জামান, সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক ফুটবল খেলোয়াড় কাজী জয়নাল আবেদীন, মেম্বার শাপলা সিকদার, রেজাউল হক, জসিম উদ্দীন, যুবলীগ নেতা বিপ্লব সুলতান বিপু, সিরাজ সিকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর ইন্সটিটিউটের সিনিয়র সহসভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here