পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা জুড়ে বালু প্রায় ঘটছে দূর্ঘটনা

0
149

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কিছু অসাধু বালু ব্যবসায়ীরা রাস্তা জুড়ে বালু রাখায় প্রায় ঘটে চলেছে দূর্ঘটনা। পত্র পত্রিকায় এর আগেও লেখা লেখি হলেও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উচ্ছেদের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। জনসাধারন বালু মালিককে সরাতে বললে সে কাওকে তোয়াক্কা করে না। এলাকাবাসী সূত্রে জানাগেছে মহাসড়ক দিয়ে দৈনিক হাজার হাজার সাতক্ষীরা স্থল বন্দর থেকে পণ্য বাহী ট্রাক দেশের সাতক্ষীরা থেকে পূর্বাঞ্চল খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, মাদারিপুর মাওয়া হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার একমাত্র মহাসড়ক খুলনা-সাতক্ষীরা। এছাড়া যাত্রীবাহী পরিবহন, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বি আর টিসি রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ সহ স্থানীয় লোকাল বাস মাইক্রোবাস, মহেন্দ্র, পিকআপ, মটর সাইকেল, মটর ভ্যান সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। বালু রাখার কারনে পাটকেলঘাটা জুজখোলা গ্রামের দোলাভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে বালু স্তুপের সামনে আসলে সাইট নেওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় নিহত হয় ওয়াজেদ আলী (৩৮)। পাটকেলঘাটার দাদপুর গ্রামের দুপত্র স্কুল ছাত্র নিহত হয় ঐ বালুর কারনে। তার কয়েকদিন পর খুলনাগামী যাত্রীবাহী বাস বালুর কারনে সাইট নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে ঘুরে গিয়ে রবীন্দ্রনাথ একাডেমীতে ধাক্কা খেয়ে ছাদ দ্বি-খন্ডিত হয় ঐ সময় ৪জন নিহত হয়। সম্প্রতি গত ১০ নভেম্বর তালা গণডাঙ্গা গ্রামের সুভাষ হালদার বালূর জন্য সাইট নিতে গিয়ে মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়। এছাড়া প্রতিদিন এই বালুর জন্য দূর্ঘটনা লেগেই রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের এমন কোন বড় কর্মকর্তা নেই যে, এই স্থান থেকে অবৈধ বালু ব্যবসায়ীকে সরানোর কোন ব্যবস্থা করিতে পারে নাই। এলাকাবাসী জানায়, প্রশাসনের শক্তির চেয়ে বালু ব্যবসায়ীর শক্তি বেশি। তাই এই বালু ব্যবসায়ীর খুটির এত জোর কোথা থেকে আসে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here