প্রেমবাগে এক দিনের ব্যবধানে ফের দুর্ঘটনায় একজনের মৃত্যু

0
182

এম.মিজানুর রহমান (লিটন) প্রেমবাগ, অভয়নগর ঃ দূর্ঘটনা পিছু ছাড়ছেই না । ১ দিনের ব্যবধানে ফের আরেক জনের মৃত্যু প্রেমবাগে। শোকে দিশেহারা প্রেমবাগবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চেঙ্গুটিয়া বাজারে ট্রাক-বাইক সংঘর্ষে মারা যান রেজওয়ান মোল্যা (৩৭)। সে প্রেমবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বনগ্রাম উত্তরপাড়ার ফারুক মোল্যার ছেলে। ৭২ ঘন্টার মধ্যে আরেক দুর্ঘটনায় একই গ্রামের পশ্চিমপাড়ার ইয়াকুব মোল্যার ছোট ছেলে মতিউর রহমান (৩৫) । সে জামায়েত ইসলামী অভয়নগর থানা শাখার আমীর মোঃ মশিউর রহমানের ছোট ভাই। পদ্মা সেতুর রেল প্রকল্পের আওতায় বসুন্দিয়ার ঘুনি গ্রামের মধ্যে দিয়ে বাঘারপাড়া অতিক্রম করবে যে রেললাইনটি, সেই রেললাইনের সংস্কার কাজের শ্রমিক ছিলেন মতিউর। গতকাল সকাল ৭.০০টার দিকে রাধানগরে রেললাইনের একটি ব্রীজের নির্মানকাজ চলমান অবস্থায় শ্রমিক মতিউর রহমান (৩৫) ২০/২২ ফুট উপর থেকে পা পিছলে ব্রিজের নিচে জমানো কংক্রিটের উপর পড়ে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে পৌছানোর কিছু সময় পর চিকিৎসারত অবস্থায় মারা যায় মতিউর। মতিউরের ২ সন্তান, পিতা, মাতা, স্ত্রীসহ পুরো পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here