আশাশুনিতে মৎস্যজীবিদের বিভিন্ন দাবী দাবা বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
184

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধিঃ প্রাধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার জাল যার জলা তার মৎস্যজীবিদের অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানব বন্ধনে বক্তাগন বলেন সরকারী নির্দেশনা মোতাবেক মৎস্যজীবি ও জেলেদের তালিকা হালনাগাদ করণ, মাছধরা নিষেধ কালীন সকল জেলের প্রচলিত খাদ্য সহায়তা প্রদান, সরকারী নীতিমালা মোতাবেক জলমহলে মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্টা, খাস জলমহল ও জমি থেকে বে-আইনী দখলদার ভূমি দস্যুদের উচ্ছেদ করা ও জমির মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবী দাওয়া সহ অবিলম্বে মৎস্যজীবিদের অধিকার বাস্তবায়ন করার আহবান জানিয়ে গরীব বান্ধব সরকারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৎস্যজীবিদের অধিকার বাস্তবায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সকালে উপজেলা সড়কে আশাশুনি উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতি ও উপজেলা ভূমি কমিটি উত্তরণ এর আয়োজনে এবং গন ফেডারেশন সার্বিক সহযোগিতায় এ মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আশাশুনি উপজেলার আওয়ামীলীগের অন্যতম নেতা রফিকুল ইসলাম মোল্যা। সাতক্ষীরা মৎস্যজীবি সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও আশাশুনি রিপোর্টাস কাবের সহ সভাপতিত্বে সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশাশুনির প্রেসকাবের প্রতিষ্ঠতা সভাপতি উপজেলা ভূমি কমিটি উত্তরণ সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা ভূমি কমিটি উত্তরণ এর সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, উপজেলা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নিতাই কুমার ঢালী, শ্যামনগর উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মধুজিৎ কুমার বর্মণ, আশাশুনি উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সরদার, সদর ইউনিয়নের সভাপতি মইনুর ইসলাম, সাবেক মহিলা মেম্বর কল্যানী রানী সরকার, মৎস্যজীবি সমিতির নেতা ফারুক হোসেন, রবিউল সইলাম সহ জেলা, উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির কর্মকর্তা সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি কমিটি উত্তরণ কর্মকর্তা, সদস্যবৃন্দ সহ গন ফেডারেশনের নেত্রীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here