ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ চুকনগরে ঘর মালিক কর্তৃক ভাড়াটিয়াকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দোকান মালিক পূণরায় ঘর ফিরে পেতে চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ করেছে তিগ্রস্থ ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত জামির আলী গাজীর পুত্র মোঃ হাবিবুর রহমান গাজী ভাড়াটিয়া প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, তিনি গত ০১/০১/২০১৯ইং তারিখে একই উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত জোনাব আলী শেখের পুত্র মাষ্টার আবুল কাশেম শেখ ও মৃত মোবারক আলী সরদারের পুত্র তোফাজ্জেল হোসেন সরদারের কাছ থেকে দোকান করার জন্য ঘর ভাড়া নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই করোনার প্রকোপে সারা দেশব্যাপী লক ডাউন শুরু হয়। একারণে প্রায় ১৮মাস লকডাউনে তিনি ব্যবসায়ীকভাবে তিগ্রস্থ হন। তবে তিনি ভাড়াটিয়া হিসেবে ঘর মালিকের ঘরভাড়া যথারীতি পরিশোধ করেছে। বর্তমানে কিছুদিন তার ব্যবসা স্বাভাবিকভাবে চলছে। এরই মধ্যে ঘর মালিকগন তার ভাড়াকৃত নিচুঘর উচু করার জন্য ঘর থেকে মালামাল সরাতে বলে। তিনি মালিকগণের কথামত পূর্ণরায় ঘর দেয়ার শর্তে গত ১৪/১১/২০২১ইং তারিখে মালামাল সরিয়ে নেয়। মালামাল সরিয়ে নেয়ার পরই্ ২য় প ঘর মালিকগন তাকে ঘর দেবে না বলে নানা তালবাহানা শুরু করেছে। যদি মালিকপ ঘর না দেয় তাহলে প্রায় ১ল ৫০হাজার টাকার মালামাল ও ফার্ণিচার নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় তার মত গরীব, অসহায় ও কোভিড-১৯ এর কারণে আর্থিকভাবে তিগ্রস্থ ব্যবসায়ীকে আত্নহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না। এছাড়া এখনও পর্যন্ত তার চুক্তির মেয়াদ শেষ হয়নি।
এব্যাপারে ঘর মালিক তোফাজ্জেল হোসেন সরদার বলেন, আমরা দোকান আর ভাড়া দেব না। নিজেরা দোকান করব। বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি প্রহাদ ব্রহ্ম্র বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ী হাবিবুর রহমান। আমরা উভয় পকে ডেকে একটি সুষ্টু সমাধান করে দেয়ার চেষ্টা করব।